Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ১১ কেজি ভারতীয় রুপাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২৩:৪৫

ভারতীয় রুপাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় ১১ কেজি অবৈধ ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে দর্শনা পৌরসভার আজিমপুরের সরকারি খাদ্য গুদামের পিছনে একটি ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে।

আটক চোরাকারবারীরা হলেন- দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) এবং আনোয়ারপুরের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপা ভর্তি কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের ভেতর থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের অবৈধ রুপা জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ‘আটক চোরাকারবারীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত রূপা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এইচআই

চুয়াডাঙ্গা বিজিবি ভারতীয় রুপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর