Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্ল্যাকমেইল করে’ ৬ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ, ছবি-ভিডিও ছড়িয়ে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২৩:৫৩

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আবুল মনছুর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণের পর আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সকালে ওই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবুল মনছুর (৩৯) নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী নারী পটিয়া পৌরসভা এলাকায় দুই সন্তান নিয়ে বসবাস করেন। তার স্বামী ২০১৭ সালে ঢাকার পল্টন থানার একটি মামলায় জেল খেটে বেরিয়ে বিদেশে চলে যান। ওই নারী শুক্রবার (২৫ জুলাই) আবুল মনছুরের বিরুদ্ধে পটিয়া থানায় ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে মামলা করেন।

বিজ্ঞাপন

ওসি নুরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘মামলার অভিযোগমতে, হাজবেন্ড জেলে থাকার সময় কোনোভাবে মনছুরের সঙ্গে তার পরিচয় হয়। মনছুর ওই নারীকে তার স্বামীর জামিনের জন্য আইনি বিভিন্ন পরামর্শ দেন। এতে তাদের মধ্যে পারিবারিকভাবে সুসম্পর্ক হয়।’

তিনি আরও বলেন, ‘এর সুবাদে ২০১৯ সালের ১৫ জানুয়ারি বাসায় সন্তানদের অনুপস্থিতিতে মনছুর গিয়ে তাকে ধর্ষণ করে এবং সেটা ভিডিও করে রাখে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মনছুর তাকে গত ২২ জুন পর্যন্ত ছয় বছর ধরে দফায় দফায় ধর্ষণ করে। বিভিন্নসময় ধর্ষণের ভিডিওর পাশাপাশি আপত্তিকর বিভিন্ন ছবিও তুলে রাখে।’

ওসি জানান, দু’সপ্তাহ আগে মনছুর তাকে আবারও দেখা করার জন্য চাপ দিতে থাকলে গৃহবধূ অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মনছুর আপত্তিকর একাধিক ভিডিও-ছবি তার স্বজনদের হোয়াটসঅ্যাপ ও ইমো নম্বরে পাঠিয়ে দেয়। এর পর ওই গৃহবধূ থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন।

সারাবাংলা/আরডি/পিটিএম

গৃহবধূ ধর্ষণ ব্লাকমেইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর