ফরিদপুর: ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ী রতন শেখের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাতে শহরের টেপাখোলা নৌবন্দরের মদলখালী ঘাট এলাকায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রতন শেখ জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাটাম বাজার গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন।
নিহতের বোন জামাই মো. আমজেদ শেখ জানান, বৃস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে কেউ একজন মোবাইল ফোনে রতন শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।
শনিবার সন্ধ্যার পর টেপাখোলা সিঅ্যান্ডবি ঘাট এলাকায় খোঁজার একপর্যায়ে নদীতে মরদেহ ভেসে থাকার কথা জানান স্থানীয়রা। পরে ট্রলার নিয়ে মরদেহের কাছে গেলে রতনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকায় শনিবার সকালে নিহতের স্ত্রী কোতয়ালী থানায় জিডি করেন। পরে রাতে নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’