Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত

নজমুল হক, ফ্রান্স থেকে
২৭ জুলাই ২০২৫ ০০:২৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০০:৪৫

ফ্রান্স: ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটিতে চৌধুরী মোহাম্মদ ইফতেখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে সই করেছেন এনসিপির সদস্যসচিব মনোয়ার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

আহ্বায়ক কমিটিতে অন্যান্যরা- যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসাইন ও ফরমান উজ্জাম, সদস্য সচিব মু. শাহপরান আহমেদ শাকিল, মুখ্য সংগঠক এস এম মাসরুর উদ্দিন, আঞ্চলিক সংগঠক ইন্তিয়ার আকিফ ও আলাউদ্দিন আল মামুন, কার্যনির্বাহী সচিব মুকুট আল ফাইয়ুম, অর্থ সচিব মোহাম্মদ আল ফাইয়ুম, মিডিয়া ও প্রচার সমন্বয়কারী মোহাম্মদ সাকওয়াত হোসেন (রাব্বি রাজ) ও যোগাযোগ সমন্বয়কারী রাবেয়া বশির রাইসা।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন হোসাইন রেজওয়ান, মো. সাকিব হোসেন, মারুফ আহমেদ, মো. মাজহারুল হক, রাকিব হোসাইন ও আফজাল হোসেন আলভী।

নতুন কমিটির নেতারা ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সারাবাংলা/এইচআই

এনসিপি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স' কমিটি ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর