থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত বন্ধে দুই দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৬ জুলাই) স্কটল্যান্ড সফরের সময় ট্রাম্প সোস্যাল মিডিয়া ট্রুথে এক পোস্টে বলেন, ‘আমি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে পেয়েছি, থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে কথা হয়েছে।’
এরপর আরেকটি পোস্টে তিনি জানান, ‘আমি এই মাত্র থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বললাম, আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে।’
তিনি আরও বলেন, ‘থাইল্যান্ড এবং কম্বোডিয়া—দুই দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চায়। আমি এই বার্তা আবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। দুই পক্ষের সঙ্গে কথা বলার পর আমার মনে হচ্ছে—যুদ্ধবিরতি, শান্তি ও সমৃদ্ধি—এটাই স্বাভাবিক পথ। দেখা যাক কী হয়।’
ট্রাম্প বলেন, ‘আমি এখন জটিল একটি পরিস্থিতিকে সরলীকরণ করতে চেষ্টা করছি। অনেক মানুষ এই যুদ্ধে মারা যাচ্ছেন।’
ট্রাম্প বানিজ্য বন্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, যুদ্ধ চলাকালীন দুই দেশের সাথে কোনো বাণিজ্য চুক্তি তিনি এগিয়ে নেবেন না। তিনি বলেন, “যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে, ততক্ষণ বাণিজ্য আলোচনা স্থগিত থাকবে।”
প্রসঙ্গত, সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধ শত বছরের বেশি পুরোনো। গত মে মাসে এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই দেশ। শনিবার পর্যন্ত চলমান সংঘাতে দুই দেশের অন্তত ৩২ জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের ১ লাখ ৭৫ হাজার মানুষ।