অনেক নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। সেই আসরে অংশ নেবে বাংলাদেশও। প্রকাশিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে বাংলাদেশ?
এশিয়া কাপের এবারের আসরে অংশ নিচ্ছে ৮টি দল। গ্রুপ পর্বে দুই ভাগে ভাগ হয়ে খেলবেন তারা। বাংলাদেশ পড়েছে গ্রুপ এ তে। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। অন্য গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও আরব আমিরাত।
বাংলাদেশ তাদের যাত্রা শুরু করবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন লিটন দাসরা।
দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, ম্যাচটি হবে ১৬ সেপ্টেম্বর।
গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার ফোরে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।