Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
একই গ্রুপে ভারত-পাকিস্তান, মুখোমুখি হবে তো দুই দল?

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫ ০৯:৩৯

এশিয়া কাপের একই গ্রুপে ভারত-পাকিস্তান

দ্বিপাক্ষিক সিরিজে দুই দেশ মুখোমুখি হয়না প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে। আইসিসি টুর্নামেন্টেই শুধু একে অন্যের বিপক্ষে মাঠে নামে ভারত-পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে কাশ্মীর নিয়ে সংঘাতের পর সেটাও পড়েছিল হুমকির মুখে। আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। দুই দেশ কি শেষ পর্যন্ত মাঠে মুখোমুখি হবে?

এই বছরের এপ্রিলে কাশ্মীরে হয়ে যাওয়া সংঘাতের পর নতুন করে উত্তাপ ছড়িয়েছে ভারত-পাকিস্তান সম্পর্কে। সেই আঁচ এসে লেগেছে ক্রিকেটেও। বিশেষ করে সাবেক ভারতীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার, এমনকি প্রধান কোচ গৌতম গম্ভীরও বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত হবে না ভারতের।

বিজ্ঞাপন

গতকাল আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এসিসি। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণেই টুর্নামেন্টের ভেন্যু ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে।

এসবের মধ্যেই বি গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের।

দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, শেষ পর্যন্ত কি মাঠে লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? নাকি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে ভারত?

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো