ভারত-পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপ আয়োজন পড়েছিল হুমকির মুখে। শেষ পর্যন্ত কেটে গেছে কালো মেঘ। ভেন্যু পরিবর্তন করে এবারের এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপের পরবর্তী আসর।
এশিয়ার ৮টি দেশ অংশ নেবে এবারের টুর্নামেন্টে। শুরুর পর্বে থাকছে দুটি গ্রুপ। গ্রুপ ‘এ’ তে খেলবে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’তে থাকছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
৯ সেপ্টেম্বর শুরু হয়ে এবারের টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ১০ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-আরব আমিরাত। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে পাকিস্তান-ওমান। ১৩ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ-শ্রীলংকা। ১৪ সেপ্টেম্বর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।
১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ওমান-আরব আমিরাত ম্যাচ। একই দিনে খেলবে শ্রীলংকা-হংকং।
১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ সেপ্টেম্বর মুখোমুখি পাকিস্তান-আরব আমিরা।
১৮ সেপ্টেম্বর মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান। ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে ভারত-ওমান।
১০ থেকে ২৬ সেপ্টেম্বর হবে সুপার ফোরের লড়াই। ২৮ সেপ্টেম্বর হবে এবারের আসরের ফাইনাল।