Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১২:৪৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৪:৩০

উদ্ধারের পরে মৃত দুই চাচাতো ভাইয়ের মরদেহ।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, একই ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল হোসেনের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো.ইব্রাহীম (৪) ও মো.শরীফের ছেলে নাদিম হোসেন (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দুই পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিল। ওই সময়ে শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার করার সময় এক পর্যায়ে সবার অজান্তে দুজন পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে । পরে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলে। এর মধ্যে জালের মধ্যে তাদের লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মো: শাহাদাত হোসেন সাগর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

দুই ভাইয়ের মৃত্যু পুকুরে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর