Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৪:১৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৫৯

সাংবাদিক নঈম নিজাম।

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন- বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর ও বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন।

এরই মধ্যে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সিআইডি। গত ২ জুন প্রতিবেদনটি আদালত আমলে নেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

তিনি বলেন, ওই তিন আসামিকে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে তারা হাজির হননি। বাদীপক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অগাস্ট দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। এ নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। সংবাদটি অনলাইনেও প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে নুসরাতের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়। অথচ তিনি নুসরাতের আইনজীবী নন। নুসরাতের মামলার নারাজি আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ মামলা করেন তিনি।

সারাবাংলা/আরএম/এমপি

গ্রেফতারি পরোয়ানা ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক নঈম নিজাম