Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্ট যোসেফে একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৪৯

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল।

ঢাকা: রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক তথ্য প্রকাশ করেছে।

শনিবার (২৬ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা এই লিংকে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজি মাধ্যম থেকে এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ-৪ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য এবং এ বিভাগ থেকে মানবিকে ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩.৫০ থাকতে হবে। এছাড়া মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ-৩ থাকতে হবে।

ভর্তি প্রক্রিয়া:

ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর/জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষার বিষয়:

বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং ও ব্যবসায় উদ্যোগ।
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।

এসএসসি পরীক্ষা ২০২৫-এর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভাগ পরিবর্তন:

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

একাদশে ভর্তি সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল