Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ড. ইউনূসের মানহানির মামলা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৫৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) দুপুরে জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।

২০১০ সালে ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু। ২০০৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য ঘিরে এ মামলা করেন তিনি। মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করা হয়।

বিজ্ঞাপন

গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন চেম্বার আদালত। শুনানি শেষে আজ মামলাটি বাতিল করে দেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের রায় বহাল রাখা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর