Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর সুবর্ণচরে খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৬:২৯ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:৩২

চর আমান উল্যাহ ইউনিয়নের বাসিন্দাদের আয়োজিত মানববন্ধন।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসীরা।

রোববার (২৭ জুলাই) দুপুরে সুবর্ণচর উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বাসিন্দারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার গুরুত্বপূর্ণ মারদোনা খালটি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। খাল দখলমুক্ত না হওয়ায় বন্যার পানি সহজে সরতে পারছে না, যার ফলে এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন খাল দখলমুক্ত করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান। খাল দখলমুক্ত না হলে এলাকার কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

সারাবাংলা/এনজে

খাল দখলমুক্ত দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

২ জনের ছুটি, সংকটাপন্ন ৪ জন
২৭ জুলাই ২০২৫ ১৮:১৮

আরো

সম্পর্কিত খবর