পাবনা: পাবনা সদর উপজেলার কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী কাবিল সরদারের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা বিক্ষোভ করে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলা চত্বরে ওই দপ্তরির দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান খান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক লিটন প্রমানিক, আব্দুল রাজ্জাক খাঁ ও নাজমা খাতুনসহ স্থানীয় বাসিন্দারা।
তারা বলেন, বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী কাবিল সরদারের বিরুদ্ধে উপবৃত্তির কার্ডের অজুহাতে ছাত্রীদের মায়েদের নোংরা প্রস্তাব দেয়। প্রতিবাদ করায় হুমকি দেন। আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। তখন রাজনৈতিক প্রভাবে কাবিল সরদার জামিন পেয়ে যান। ফের তিনি বিদ্যালয়ে যোগ দিয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছেন।
তাদের অভিযোগ, ওই নৈশ প্রহরীর অশালীন আচরণ ও যৌন হয়রানির কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এসময় তারা কাবিল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।