ঢাকা: রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে ছয়তলা একটি ভবন পাশের ভবনে হেলে পড়েছে। রোববার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়তলা ভবনটি পাশের সাততলা আরেকটি ভবনে হেলে পড়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।
ডেমরা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। হেলে পড়া ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।