Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৭:৩১ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:৩৬

ঢাকা: কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে পুঁজিবাজার। আট কার্যদিবস টানা উত্থানের পর আজ রোববার (২৭ জুলাই) মুনাফা উত্তোলন করেছেন বিনিয়োগকারীরা। ফলে বাজারে কিছুটা দর সংশোধন বা কারেকশন হয়েছে।

সকালে ইতিবাচক শুরুর পর রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। যা এর আগের আট কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২৮ পয়েন্ট, বুধবার ৯৩ পয়েন্ট, মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই আট কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ৩৩১ পয়েন্ট।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে ৮৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ৭৪ লাখ টাকার বা ৯ শতাংশ।

রোববার ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৭টি বা ২৯.৩২ শতাংশের। আর দর কমেছে ২৩২টি বা ৫৮.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০টি বা ১২.৫৩ শতাংশের।

অপরদিকে সিএসই-তে রোববার ১০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪২টির এবং পরিবর্তন হয়নি ২৪টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৫৩ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ৫৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আহারে জীবন
২৭ জুলাই ২০২৫ ১৭:১৬

আরো

সম্পর্কিত খবর