ময়মনসিংহ: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমাদের বুকের ভিতর থেকে ফ্যাসিবাদের জগদ্দল পাথর হয়তো এক বছর আগে নেমে গেছে। আমরা এখন মুক্তকন্ঠে কথা বলতে পারছি। ৫ আগস্ট আমরা গণঅভ্যুত্থানের বিজয় সেটাকে অর্জন করতে পেরেছি। কিন্তু সে অর্জন ছিল আংশিক। পরিপূর্ণ বিজয় তখনই হবে যখন দেশে বহু আকাঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারব। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে পারব।
রোববার (২৭ জুলাই) দুপুরে নগরীর টাউন হল মোড়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে গ্রাফিতি অংকন ও গণসংগীত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত এক বছর একটা দীর্ঘ সময়, আমরা ভাবিনি এতো সময় লেগে যাবে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই দেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই আমরা যে জনপ্রতিনিধিত্বশীল সংসদ পাবো বা সরকার পাবো সেই সংসদ এবং সরকারের মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা সেটাকে আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারব।
এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।