ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ।
রোববার (২৭ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম জিপিএ-৪ দশমিক ৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং মানবিক বিভাগের ন্যূনতম জিপিএ ২.৫০ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় ভর্তিতে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকের জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ-৩।
আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগ ৩০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ ৮০ জন ও মানবিক বিভাগ ৮০ জন।
ভর্তি আবেদনের ফরম পূরণ ও জমা:
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টা ১ মিনিট থেকে ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে Admission লিংকে প্রবেশ করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ফরম পূরণের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি নির্বাচনি পরীক্ষায় আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা হবে শুক্রবার (১৫ আগস্ট) ৯টায়।
ভর্তি পরীক্ষার বিষয়গুলো:
বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।