Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার মার্কিন দূতাবাস বিএনপির মুখপাত্র: জয়


৩ জুলাই ২০১৮ ১৮:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকার মার্কিন দূতাবাস বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে এবং দূতাবাসের কর্মকর্তারা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে খুব বেশি সময় কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেইস বুকের ভেরিফায়েড পাতায় বিশাল মন্তব্য লিখেছেন। সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে।

সজীব ওয়াজেদ জয় তার ফেইস বুকের ভেরিফায়েড পাতায় বলেন, ‘বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস অনেকটা বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে। সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্যগুলোই তারা পুনরাবৃত্তি করছে এবং অনিয়মের কথা বলছে অথচ নির্বাচনে বিএনপির সহিংসতা চালানোর চেষ্টা নিয়ে কিছুই বলছে না।’

‘নির্বাচনে ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৯টি অর্থাৎ ২ দশমিক ১ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার মাধ্যমে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বাতিল ঘোষণা করে।’

অনিয়মের অভিযোগ গাজীপুরের ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী হাসান থেকে ২ লক্ষের বেশি ভোট, অর্থাৎ দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সকল নির্বাচনী পর্যবেক্ষকরা একমত যে, অনিয়মের অভিযোগ যা এসেছে তা কোনোভাবেই নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারেনি।’

 

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমানের ফোনালাপ থেকে আমরা জানতে পারি যে তার দল সহিংসতা তৈরি করার মাধ্যমে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিল।’

বিজ্ঞাপন

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বক্তব্যে এই বিষয়টিকে কিন্তু এড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। তাই বক্তব্যটি বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসেরই বলে ধরে নেওয়া যায়। বোঝাই যাচ্ছে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ তাদের বিএনপির বন্ধুদের সাথে খুব বেশি সময় কাটাচ্ছেন আজকাল।’

এর আগে গত ২৮ জুন (বৃহস্পতিবার) সদ্য সমাপ্ত গাজীপুর সিটি এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে মার্শা বার্নিকাট ওই উদ্বেগ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এই নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, বিরোধী পোলিং এজেন্টকে গ্রেফতার, কোনো ক্ষেত্রে বের করে দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর বাজে আচরণসহ একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে নির্বাচনগুলোতে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। যা ইতিবাচক।’

আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, তার ইঙ্গিত বহন করে সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন, এমন মন্তব্য করে মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ সরকার সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। প্রত্যাশা করছি, সরকার সেই অঙ্গীকার রাখবে।’

নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মুক্ত গণমাধ্যমের এবং বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘কার্যকর গণতন্ত্রের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। গণতন্ত্র তখনই উন্নত হয় যখন সকল জায়গায় জনগণের অংশগ্রহন থাকে। বিরোধী দলের অনেক নেতা গ্রেফতার হয়েছে। শুধু নির্বাচনের আগে নয় বেশ কয়েক বছর ধরেই এমন হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর