Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি— ইনুকে বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:৫৪

আদালতে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন সকালে ইনুকে আদালতে হাজির করে পুলিশ। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

শুনানিতে ইনুর উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকতে আদালতের কোনো উন্নয়ন করে যাননি। আমলাতান্ত্রিক ও সরকারের কাজকে আরও জটিল করেছেন।’

ইনু বলেন, ‘জেল-ফাঁসি যাই দেন সমস্যা নেই। কিন্তু বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগেই মিডিয়া ট্রায়াল করেছে দুদক। এর থেকে পরিত্রাণ চাই।’

বিজ্ঞাপন

তার আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন, আদালতে নিরাপত্তার অভাব রয়েছে। তাকে সব আসামির সঙ্গে এক জায়গায় রাখা হয়েছে। হাজতখানায় উন্নত টয়লেটের ব্যবস্থাও নেই। এসব উন্নত করা প্রয়োজন।

তখন ইনুর উদ্দেশ্যে বিচারক বলেন, আমরা এখনও এনালগ সিস্টেমে রয়েছি। আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি। এটা করলে আপনাদের আদালতে আসা লাগতো না। কারাগারে রেখে বিচার করা যেতো।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চার কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। আরেক মামলায় হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। হাসানুল হক ইনুর উপার্জিত অর্থ দিয়ে তার স্ত্রী সম্পদশালী হয়েছেন। এসব অভিযোগে ১৬ মার্চ মামলা করে দুদক।

সারাবাংলা/আরএম/ইআ

হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর