Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় চুরি যাওয়া ট্রাক ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৭:৫৯

উদ্ধার হওয়া ট্রাক ও অভিযানে গ্রেফতার হওয়া দুইজন।

নওগাঁ: নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ঢাকার উত্তরা ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৭ জুলাই) ট্রাক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর।

গ্রেফতাররা হলেন- ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের আ. খালেকের ছেলে আবু ইউসুফ এবং পদর্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিএন্ডটি মোড় থেকে অশোক লেল্যান্ড মডেলের একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ২৪ জুলাই ধামইরহাট থানার মামলা হলে উদ্ধার কার্যক্রম শুরু করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এসআই মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গীয় চারজন ফোর্স নিয়ে বিভিন্ন চেষ্টা চালিয়ে ২৬ জুলাই ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন থেকে ট্রাকটি আটক করা হয় এবং এর পূর্বে ঢাকার উত্তরা থেকে একজন এবং ধানমন্ডি থেকে একজনকে গ্রেফতার করা হয়।”

ওসি ইমাম জাফর বলেন, গত ১৯ তারিখে টিএন্ডটি মোড় থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকটি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার ২ ট্রাক উদ্ধার