Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:০৩

মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্টকারী যুবক। ছবি: সংগৃহীত

রংপুর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় রঞ্জন রায় (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) মধ্যরাতে দিকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জন ওই গ্রামের সুজন চন্দ্রের ছেলে।

রোববার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, রঞ্জন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)-কে নিয়ে একাধিকবার কটূক্তিমূলক মন্তব্য ও ছবি পোস্ট করেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান মৃধা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএস

আপত্তিকর গ্রেফতার পোস্ট মহানবী যুবক

বিজ্ঞাপন

ফেক অ্যাপ চেনার উপায়
২৭ জুলাই ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর