Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৮:৫১

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) ও যাত্রী হাওয়া বেগম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাওয়া বেগম নন্দীগ্রাম উপজেলার বিশা গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের স্ত্রী। অটোরিকশাচালক আরাফাত হোসেন ভাটরা ইউনিয়নের কাথম দক্ষিণ পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

আহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ফেক অ্যাপ চেনার উপায়
২৭ জুলাই ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর