Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈছাআ’র কেন্দ্র ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:১৬

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি ও দুর্নীতির ঘটনা ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি ও দুর্নীতি বেড়ে গেছে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম এগুলো রুখে দেব। কিন্তু কমিটিগুলোতে বিভিন্ন সংগঠনের প্রভাবের কারণে নেতাকর্মীরা দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কমিটিগুলো যখন গঠন করা হয়, তখন যারা দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক দল ও মতের ভেতরে চলে গেছে। আর তাদের শেল্টার পেয়ে জুলাই যোদ্ধারা বিপথগামী হয়েছে। এই মুহূর্তে তাদের কন্ট্রোল করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই, অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।’

বৈছাআ’র সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, ‘বৈষম্যবিরেধী ছাত্র-আন্দোলনের নামে অনেকে সারা দেশে নানা অপকর্ম, চাঁদাবাজি, দুর্নীতিতে লিপ্ত হয়েছে। আমরা এসব বরদাশত করব না। আমরা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে এ সংগঠনটি চালিয়েছি।’

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/কেকে/পিটিএম

টপ নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব কমিটি স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর