ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম (বিশেষ) বিসিএসের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায়। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এর আগে, অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট পাঁচ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৬৯৫ জন, এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা মূলত স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজন করা হয়। পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর এখন ভাইভা পর্যায়ে পৌঁছেছে নিয়োগ প্রক্রিয়া।
ভাইভা-সংক্রান্ত সময়সূচি, কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত এই ঠিকানায় জানা যাবে।