Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে ইসির ৭১ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:৪৬

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় একসঙ্গে ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে কমিশন।

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৪ আগস্ট তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

বদলিকৃত কর্মকর্তাদের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

এছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে ইসি সচিবালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক হিসেবে বদলি হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে—এমন ধারণা থেকেই ইসি এই রদবদলের পদক্ষেপ নিয়েছে।

সারাবাংলা/এনএল/এসএস

ইসি কর্মকর্তা বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর