Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের আবাসন প্রকল্প ফেরত পাঠালো একনেক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৯:৫২ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:২২

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি উপস্থাপন করা হলেও অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন (এনইসি) কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিফ্রিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

জুলাই শহিদদের আবাসন প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত। এটা ভালো উদ্যোগ, আরও পরিকল্পিতভাবে এগোতে চাই আমরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পটি তদন্ত করা হবে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং দানবীয় এ মেগা প্রকল্পটির সংশোধনী প্রস্তাব একনেকে উপস্থাপন করা হয়। কিন্তু সেটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি কারা নকশা তৈরি করেছে, কীভাবে প্রকল্পটি নেওয়া হয়েছে, সেখানে কী কী ত্রুটি আছে, কারা দায়ী- সেসব বিষয় খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, অসংখ্য প্রকল্প থেকে ঠিকাদাররা পালিয়েছেন। কেন ও কত টাকা নিয়ে পালিয়েছেন- সেসব খতিয়ে দেখতে আইএমইডি-কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসেবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন, কিন্তু কাজ বুঝে নেননি- সেটিরও তদন্ত করা হবে।

সারাবাংলা/আরএস

একনেক সভা পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর