Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২০:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:৩০

মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা।

কুমিল্লা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কুমিল্লার দেবিদ্বারের মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দল।

রোববার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের নিজ গ্রাম কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে গিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি দল মাহতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান, পিএসসি। তিনি বলেন, ‘মাহতাবের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের পাশে আছি।’

বিজ্ঞাপন

তদন্ত বিষয়ে তিনি জানান, ‘বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তাধীন রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।’

নিহত মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, ‘সারাদেশের মানুষ আমার ছেলের জন্য দোয়া করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই, মাহতাব যেন শহীদের মর্যাদা পায়।’

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভবনে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী আহত হন। গুরুতর দগ্ধ মাহতাব (১৩) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই মারা যান। ওই রাতেই তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সারাবাংলা/এসএস

বিমানবাহিনী মাহতাব শ্রদ্ধা সমাধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর