Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাসচাপায় নারীর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৯:৫৮

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে নগরকান্দা-মুকসুদপুর আঞ্চলিক সড়কের কোদালিয়া শহীদনগর গণকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবু শেখের স্ত্রী রনি বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায়। পরে বাসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

ফরিদপুর বাসচাপা বিক্ষুব্ধ জনতা ভাঙচুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর