Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ বিমানবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে দুদকের ২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:১৯

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান।

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী তাহমিদা বেগমসহ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার (২৭ জুলাই) বিকেলে মামলা দুটি করেন দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

এর আগে, রোববার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মামলার অনুমোদন দেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। শেখ আব্দুল হান্নানের সন্তানদের নামে তিন দেশে সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

দুদক জানায়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন শেখ আব্দুল হান্নান। একই সময়ে নিজের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।

এছাড়া স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন শেখ আবদুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগম। তিনি নিজ নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে এক কোটি ১৮ লাখ ১৯ হাজার ১২৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে তাহমিদা বেগম ও তার স্বামী শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করে দুদক।

এর আগে, দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের ভিত্তিতে শেখ আব্দুল হান্নান, তাহমিদা বেগম ও তাদের পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশে তাদের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাটসহ জমি জব্দ করা হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

এয়ার চিফ মার্শাল বিমান বাহিনী মামলা শেখ আব্দুল হান্নান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর