Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২০:৩২ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:৩৬

নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা।

কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন- অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আফজালুল হক, মো. রইসুল আলম চৌধুরী ও মো. আবু-সাদেক চৌধুরী (লুলু)।

বিজ্ঞাপন

৩৩ সদস্যের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), মো. সৈয়দ আলী, মো. মোজাম্মেল হক, মো. আনিসুর রহমান কোকো, মো. আনিছুর রহমান (আনু), অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, অ্যাড. আবু মো. সোয়েম, ইউনুছ আলী শাহ, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, মো. রেদোয়ানুল হক (বাবু), এস কে মালেক, অ্যাড. কাজী আকতারুজ্জামান (জুয়েল), মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব.) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, মোছা. রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, মো. গোলাম রাব্বানী, মো. মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু), মো. রশিদুল ইসলাম বাঙ্গালী, মো. ময়নুল হক এবং হারুন অর-রশিদ (খোকন)।

সারাবাংলা/এনজে

আহ্বায়ক কমিটি জেলা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর