Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২০:৪৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:৪৯

শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির।

শরীয়তপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির পদত্যাগ করেছেন।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন। পরে সাংবাদিকদের কাছেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘সময়ের গতিপথে দায়িত্ব আসে, দায়িত্ব শেষও হয়। আজ, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক হিসেবে আমার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করছি। দায়িত্ব পালন শেষ হলেও আদর্শিক সংগ্রাম শেষ নয় বরং তা নতুন পথচলার সূচনা মাত্র।’

আহ্বায়ক ইমরান লিখেন, ‘এই দীর্ঘ সময়ে আমরা একসাথে পেরিয়ে এসেছি অনেক প্রতিকূলতা, অতিক্রম করেছি বিভ্রান্তির দেয়াল, গড়ে তুলেছি বিশ্বাসের ভিত। শরীয়তপুর হোক বা যেখানেই সংগ্রাম করেছি, সেটি শুধুমাত্র আমাদের নয়, এটি ইতিহাসেরও অংশ হয়ে থাকবে। আমি কখনো শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করিনি, সেই রক্তের উপর দাঁড়িয়ে একটিবারের জন্যও নিজের ব্যক্তিস্বার্থের চিন্তা করিনি। কিন্তু আমার নেতৃত্বে কেউ যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকে তাহলে সেই দায় এড়াতে পারি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

বিজ্ঞাপন

তিনি তার পোস্টে আরও লিখেন, ‘আমি বিশ্বাস করি নেতৃত্ব বদলাবে, কিন্তু আদর্শ বদলাবে না। দায়িত্ব হস্তান্তর করছি পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে। আমি আশাবাদী, আগামী দিনের নেতৃত্ব আরও স্বচ্ছ, দৃঢ় ও দূরদৃষ্টিসম্পন্ন হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।
জুলাই আমাদের হৃদয়ে এক চিরন্তন দীপ্তি হয়ে আছে যা কেবল একটি আন্দোলনের মাস নয়, বরং এক আদর্শিক জাগরণ। সেই জাগরণ থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।’

সারাবাংলা/এনজে

আহ্বায়ক পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর