Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশনের সভা শেষে সালাহউদ্দিন
নির্বাচনে ১৫টি আসনে নারীদের বাধ্যতামূলক মনোনয়ন চেয়েছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২১:০৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২১:১৭

বিএনপির কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ৫ শতাংশ অর্থাৎ অন্তত ১৫টি আসনে নারী প্রার্থীদের বাধ্যতামূলক মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে তার দল। সংবিধান সংশোধনের পর ভবিষ্যতে এই সংখ্যা ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাবও দিয়েছে তারা।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৯তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান সংরক্ষিত নারী আসনের ৫০টির সঙ্গে সরাসরি নির্বাচিত ৩০টি যোগ হলে মোট ৮০টি আসনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। ভবিষ্যতে জাতীয় জনমতের ভিত্তিতে এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এছাড়া পুলিশ সংস্কার নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, পুলিশ বিভাগকে জবাবদিহিতার আওতায় আনতে একটি ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এতে জনগণের সেবায় পুলিশের ভূমিকা আরও কার্যকর হবে এবং প্রতিষ্ঠানটি জনগণের ‘বন্ধু’ হিসেবে গড়ে উঠবে।

রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রেও বিএনপি কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেছে। সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির মতো মূলনীতিগুলোকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে চায় দলটি। পাশাপাশি, পঞ্চম সংশোধনীর মাধ্যমে যুক্ত মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, গণতন্ত্র ও জাতীয়তাবাদকেও সমর্থন করছে বিএনপি।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ নিয়েও বিএনপি সুস্পষ্ট অবস্থান জানিয়েছে। সালাহউদ্দিন আহমদ জানান, এক ব্যক্তি যেন সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমরা আর কোনোভাবে রাষ্ট্রে স্বৈরতন্ত্র, ব্যক্তিকেন্দ্রিক শাসন কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না।’

তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের পক্ষে অবস্থানও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সব মিলিয়ে, রাষ্ট্রের কাঠামো ও নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে অধিকতর অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক গণতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে দলটি বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এসএস

নারী প্রার্থী বাধ্যতামূলক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর