Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, শান্তি ও সমৃদ্ধি চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২১:২৮

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সর্বদা শান্তি ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাসী। যার ফলস্বরূপ গত ৫ আগস্টের পর থেকে দেশের মানুষ সুখে, শান্তিতে ও নিরাপদে বসবাস করছে। বিএনপি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে দেশ সেবায় নিয়োজিত হতে চায়।

রোববার (২৭ জুলাই) বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা নবারুন সংঘ আয়োজিত প্রয়াত অরবিন্দু মন্ডল বুলু স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রয়াত অরবিন্দ মন্ডল বুলু বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় সৎ, পরোপকারী ও নির্লোভী ব্যক্তি ছিলেন।’

তিনি আরও বলেন, ‘যুবকদের মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলের ফুটবল মাঠগুলো আধুনিক ও যুগোপযোগী করে তোলা হবে। এতে যুবকরা মাদকের পেছনে না ছুটে ক্রীড়ামোদি হয়ে উঠবে।’

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ডোবা নবারুন সংঘ এবং তেরোখাদা ফুটবল একাদশের মধ্যে  অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। ডোবা নবারুন সংঘের গোলকিপার হৃদয়ের অসাধারণ নৈপুণ্যে তেরখাদা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে স্বাগতিক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন করেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু ও তেরোখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী।

সারাবাংলা/এসআর

আজিজুল বারী হেলাল বিএনপি রাজনীতি শান্তি সমৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর