Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোটাধিকার নিয়ে ইসির বিরুদ্ধে এনসিপির ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২১:৩৭

ঢাকা: প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে নির্বাচন কমিশনের (ইসি) দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–ডায়াস্পোরা অ্যালায়েন্স।

রোববার (২৭ জুলাই) এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনের কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি আজ কথা বলছি সেই দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির পক্ষ থেকে, যাদের শ্রম, মেধা আর ভালোবাসায় বাংলাদেশ সচল। আমরা নির্বাচন কমিশনের প্রবাসী ভোটাধিকার নিয়ে উদ্যোগকে স্বাগত জানালেও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি—এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন প্রকাশ করা হয়নি।”

বিজ্ঞাপন

তার অভিযোগ, শুধু রাজনৈতিক ঐকমত্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়নি এবং শুধু সীমিত পরিসরে কয়েকটি দেশে পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।

এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তিনটি স্পষ্ট দাবি উপস্থাপন করা হয় ১৪ আগস্টের মধ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের তথ্য হালনাগাদের সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যালট পাঠানোর ঠিকানা, যাচাই প্রক্রিয়া, সময়সীমা ও গৃহীত ব্যালট গণনার নিয়মাবলি বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে।

২০২৬ পরবর্তী সময়ের জন্যও কাজ করবে এমন একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানানো হয়, যাতে প্রযুক্তিবিদ, আইনজ্ঞ ও প্রবাসী প্রতিনিধিরা থাকবেন।

সংগঠনের ঘোষণা অনুযায়ী, ২৭ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত “আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব”—এই স্লোগানে অনলাইন ক্যাম্পেইন, গণজমায়েত এবং নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের চিঠি প্রেরণ কর্মসূচি চলবে।

১৪ আগস্টের মধ্যে দাবি মানা না হলে ১৫-১৭ আগস্ট “ডায়াস্পোরা রাইজিং ফর ভায়োলেটিং রাইটস” শিরোনামে গ্লোবাল প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, ফারহাদ আলম ভূঁইয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, এনসিপি যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ অনলাইনে যুক্ত ছিলেন কো-অর্ডিনেটর (পলিসি উইং) দিলশানা পারুল ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সারাবাংলা/এফএন/এসএস

ইসি এনসিপি ক্ষোভ প্রবাসী ভোটাধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর