Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের স্থগিত অনুষ্ঠান ৩১ জুলাই, স্কুল প্রতি বরাদ্দ ২৫০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২২:১০

ঢাকা: সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০০ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ এর অধিশাখার উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সই করা এক পত্রে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আগামী ২২ থেকে ২৪ জুলাই তিন দিনব্যাপী অনুষ্ঠান হওয়ার কথা ছিল যা স্থগিত করা হয়েছিল। উক্ত অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর আগামী ২৪ জুলাই সকল অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ২৪ জুলাই সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

সারাবাংলা/এনএল/এসআর

পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর