Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পরই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২২:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২২:২৮

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি জোর দিয়ে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া।’

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার ১৯তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের পক্ষে যায়, তাহলেই জুলাই সনদ প্রণয়ন সম্ভব হবে। আমরা বিশ্বাস করি সদিচ্ছাই সবচেয়ে বড় চালিকাশক্তি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের একটি টাইমলাইন আগেই দিয়েছেন। এই সময়ের মধ্যেই বিচার সংস্কারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব। একইসঙ্গে, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন করে তারপর নির্বাচন আয়োজন হতে পারে।’

আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘লন্ডনে বসে কেউ যদি একতরফাভাবে নির্বাচন সংক্রান্ত ঘোষণা দেন, সেটা যেমন আমরা আগেও প্রত্যাখ্যান করেছি, ভবিষ্যতেও করব। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব।’

তিনি বলেন, ‘সরকার ও সব পক্ষের সদিচ্ছা থাকলে খুব শিগগিরই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব এবং এরপরই নির্বাচন সংক্রান্ত আনুষ্ঠানিকতা গ্রহণযোগ্যভাবে শুরু হতে পারে।’

সারাবাংলা/এফএন/এসএস

আখতার ঘোষণা জুলাই ঘোষণাপত্র নির্বাচন বাস্তবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর