Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খায়রুল হকই গণতন্ত্র ধ্বংসকারী— বললেন আওয়ামীপন্থী আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২২:৩০

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও আইনজীবী একেএম ফয়েজ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিচার বিভাগের কলঙ্ক ও গণতন্ত্র ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ফয়েজ লিখেন, ‘১৯৮১ সালে আমি যখন হাইকোর্টে যোগদান করি, তখন থেকেই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে চিনি। বর্তমানে আমি যে রুমে আছি, তিনি দীর্ঘদিন এই রুমেই ছিলেন। আমি সন্দেহাতীতভাবে মনে করি, তিনিই একজন প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের বিচার বিভাগ, গণতন্ত্র ধ্বংসকারী ও লোভী প্রকৃতির। তিনি বিচার বিভাগের কলঙ্ক। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আওয়ামী লীগের বর্তমান পরিণতির জন্য এই খায়রুল হকই দায়ী।’

বিজ্ঞাপন

বিচার অঙ্গনে একেএম ফয়েজ আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি একাধিকবার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ছাড়া, বাংলাদেশ আইন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনেরও (ডুলা) সভাপতি ছিলেন তিনি।

সারাবাংলা/আরএম/পিটিএম

আওয়ামীপন্থী আইনজীবী একেএম ফয়েজ খায়রুল হক গণতন্ত্র ধ্বংসকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর