Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক শ্বশুরবাড়িতে থাকায় হাসপাতালে রোগীর মৃত্যু, কাঁঠালিয়ায় বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২২:৩৯

ঢাকা: কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার তার দায়িত্বকালীন সময়ে কর্মস্থলে না থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে একজন ডিপ্লোমা মেডিকেল ফার্মাসিস্ট (ডিএমএফ) জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়েই এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় তাকে বদলি করে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২৭ জুলাই) সন্ধায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শাহাদাত হোসেন বিষটি জানিয়েছেন।

তদন্ত কমিটির সভাপতি পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ। আর সদস্য দুইজন হলেন- সিভিল সার্জন— লালমনিরহাট ও ডেপুটি সিভিল সার্জন— রংপুর।

বিজ্ঞাপন

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ডা. কালিপদ সরকারকে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলি করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর

কাঁঠালিয়া কুড়িগ্রাম চিকিৎসক ডা. কালিপদ সরকা তদন্ত কমিটি রোগীর মৃত্যু শ্বশুরবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর