ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন করতে হবে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের আলোচনায় অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যেভাবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস যুক্ত করা হয়েছিল, সেই ধারা ফিরিয়ে আনতে হবে। আমাদের সঙ্গে অধিকাংশ দলই এ বিষয়ে একমত পোষণ করেছেন। তবে কিছু দল বিরোধিতা করেছে।”
রফিকুল ইসলাম জানান, সংবিধানে সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি থাকবে। এর সঙ্গে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করার ব্যাপারে তারা মত প্রকাশ করেছেন।
নারী প্রতিনিধিত্ব নিয়েও জামায়াতের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘৪০০ আসনের জাতীয় সংসদে ১০০ নারী সদস্য রাখা যেতে পারে। তবে এ সংখ্যা নির্ধারিত হবে পুরুষ আসনের ভোটের আনুপাতিক হারে। আমরা চাই আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নারী সংসদ সদস্য নির্বাচন হোক।’
এছাড়াও তিনি জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন— এ প্রস্তাবে জামায়াতসহ প্রায় সব দল একমত হয়েছে।