Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে দিতে হবে পাসপোর্ট নম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২৩:১৯

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে তাদের পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে সরকার।

রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হচ্ছে। কিন্তু এসব আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ না করায় বিদেশ ভ্রমণের সময় তারা কোন পাসপোর্ট ব্যবহার করছেন, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যাচ্ছে না। এতে নানা অনিয়ম তৈরি হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করার সুযোগ থেকে যাচ্ছে। এ কারণে সরকারি ভ্রমণ সংক্রান্ত তথ্য, হিসাব ও নজরদারি নিশ্চিত করতে প্রজ্ঞাপন বা সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসএস

চাকরিজীবী পাসপোর্ট নম্বর বিদেশ ভ্রমণ সরকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর