Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২৩:৩৭ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২৩:৪০

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় আলম বেগম (৩০) নামে এক গৃহবধূর গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত  ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার পৈইল গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আলম বেগম ওই গ্রামের সিতু মিয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর থেকে নিহতের দেবর কদর আলী (২৮) পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, আলম বেগমের স্বামী সিতু মিয়া স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি দোকানী। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। বিকেলে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে গেলে আলম বেগমকে একা ছিলেন। তাদের ছেলে বাজার থেকে ফিরে ঘরে মায়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে ঘটনার জন্য দায়ী করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি বিরোধ থেকেই হয়ত হত্যার ঘটনা ঘটতে পারে।

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন জানান, দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এসএস

গলা কেটে গৃহবধূ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর