Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৪ চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২৩:৩৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: আসছে ১১-১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে চারটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এই সংখ্যা বাড়তে পারে। কারণ, এখনো সফরের বেশ কিছু দিন বাকি আছে। উভয়পক্ষ রাজি হলে চুক্তি ও সমঝোতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর। জুলাইয়ে ড. ইউনূসের মালয়েশিয়া সফরের কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকার জুলাইয়ের পরিবর্তে প্রধান উপদেষ্টার সফরটি আগস্ট মাসে নির্বাচন করে।

বিজ্ঞাপন

এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে কুয়ালালামপুর সফর করেছেন। গত ২৪-২৫ জুলাই তিনি কুয়ালালামপুর সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে গত ২৬ জুলাই দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমরা কাজ করছি। আগস্টে এই সফর হবে। উল্লেখ্য, গতবছরের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন। সে সময় তিনি প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

৪ চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি সই হতে পারে। এ ছাড়া, ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও কয়েকটি বিষয়ে সমঝোতা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ঢাকায়

মালমালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার ঢাকা সফর করছেন। তিনি ২৬ জুলাই রাতে ঢাকায় আসেন। রোববার (২৭ জুলাই) ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার: বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক এক সম্মেলনেও অংশ নেন ইব্রাহিম কন্যা।

সারাবাংলা/একে/পিটিএম

চুক্তি-সমঝোতা ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর