Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২৩:৪৭

বৃষ্টি-বন্যার পূর্বাভাস। ছবি: সংগৃহীত

ঢাকা: রাতে দেশের নয়টি অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝোড়ো হাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের সম্ভাব্য অঞ্চলগুলো হলো- পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট।

এ ছাড়া, সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর আরও জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া সংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার পাশাপাশি নদীবন্দর ও নৌযানগুলোকে পূর্বাভাস অনুসরণ করে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/পিটিএম

৯ অঞ্চল ঝড়ের পূর্বাভাস টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর