পটুয়াখালী: ভয়াবহ ভাঙনে হুমকিতে থাকা কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ কুয়াকাটা সৈকতের ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে এ আশ্বাস দেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, ‘সরকার কুয়াকাটাকে রক্ষা করতে সচেষ্ট। সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবকে অবহিত করা হয়েছে। শিগগিরই সমন্বিত পরিকল্পনায় ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, “কুয়াকাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, হাজার হাজার মানুষের জীবিকার উৎস। তাই এখানে সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে।”
পটুয়াখালীর জেলা প্রশাসক জানান, সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজ তদারকিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এখন দরকার দ্রুত বাস্তবায়ন। সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বরং এই অঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি।
এর আগে সৈকত রক্ষায় স্থানীয়দের মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।