Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারোলে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ০০:২৭

সাতক্ষীরা: কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু হেনা সাকিল।

রোববার (২৭ জুলাই) বিকেলে শ্রীউলার বুড়াখারাটি জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার স্ত্রী শাহনাজ পারভিন ঝর্ণার জানাজা নামাজ। তিনি নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শনিবার সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্ত্রীর মৃত্যুর সময় কারাগারে থাকা সাকিল জানাজায় অংশ নেওয়ার আবেদন করে। এরপর আদালত তাকে প্যারোলে মুক্তির আদেশ দেন। কড়া নিরাপত্তায় তাকে জানাজার স্থানে আনা হয়।

বিজ্ঞাপন

জানাজার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন আবু হেনা সাকিল, তার চাচাতো ভাই মিজানুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু, জামায়াত নেতা লুৎফর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা শাহিনুর রহমান কাজল, ইউপি সদস্য আক্তারুজ্জামান মোল্যা প্রমুখ।

সারাবাংলা/এসএস

আ.লীগ নেতা জানাজা প্যারোলে মুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর