Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাংগুয়ার হাওরে লাইসেন্সবিহীন
১২ টি হাউসবোটকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ০০:৩৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০০:৪০

সুনামগঞ্জ: সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পর্যটক পরিবহনকারী ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী টাংগুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার (মেরিন সোসাইটি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

তিনি জানান, টাংগুয়ার হাওরে হাউসবোটগুলো দীর্ঘদিন ধরে পর্যটক পরিবহন করে আসছে। কিন্তু তাদের অধিকাংশেরই নৌ পরিবহন অধিদপ্তরের অনুমোদিত লাইসেন্স নেই। এ কারণে ১২টি হাউসবোটকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস

জরিমানা হাউসবোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর