Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ইউরো ২০২৫
নাটকীয় ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ০৮:৪৫

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরো জিতল ইংল্যান্ডের মেয়েরা

দুই বছর আগে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি। সেই হারে শোধ ইংল্যান্ড নিল ইউরো ফাইনালে। শ্বাসরুদ্ধকর এক ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী ইউরো শিরোপা ঘরে তুলল ইংল্যান্ড।

সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে পুরো ম্যাচজুড়ে দাপট ছিল স্পেনের। বল দখলের লড়াই, শটস অন টার্গেট; সবদিকেই এগিয়ে ছিল স্পেন। ম্যাচের শুরুতে লিড নিয়েছিল তারাই। ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন মারিওনা ক্যালদেন্তে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। অ্যালেসিয়া রুসোর গোলে উল্লাসে মাতে ইংল্যান্ডের মেয়েরা। ম্যাচের নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

বিজ্ঞাপন

অতিরিক্ত সময়েও কেউ লিড নিতে না পারায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ইংল্যান্ড।

১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো নারী ইউরোর শিরোপা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো