Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার অংশীজনদের নিয়ে সমন্বয় সভা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ০৯:২৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১০:১৫

পুঁজিবাজারকে টেকসই ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট অংশীজনের (স্টেকহোল্ডার) নিয়ে সমন্বয় সভা আহ্বান করেছে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ সমন্বয় সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বা প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের সব স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এ সমন্বয় সভায় সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সভায় টেকসই ও গতিশীল পুঁজিবাজার গঠনে স্টেকহোল্ডারদের মধ্যে মতবিনিময় এবং সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সমন্বয় সভায় আইসিবি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, ডিবিএ সভাপতি, বিএমবিএ সভাপতি, বিএপিএলসি সভাপতি, সিডিবিএল সিইও, সিসিবিএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, আইসিবি এএমসিএল সিইও, ভিআইপিবি এএমসিএল সিইও এবং বিএসইসি সদস্যদেরকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে/এসডব্লিউ

বিএসইসি সমন্বয় সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর