Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা বোর্ডের আলিম ১ম বর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ০৯:৪৪

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ছবি: সারাবাংলা

ঢাকা: মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির ১ম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে।

রোববার (২৭ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির ১ম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ জুলাই। এ কার্যক্রম চলবে ১১ আগস্ট পর্যন্ত। এ ছাড়াও মূল ভর্তি কার্যক্রম হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

এতে আরও বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘আলিম ১ম বর্ষে ভর্তির নীতিমালা-২০২৫; অনুসরণ করতে হবে মর্মে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র (২)-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

ভর্তির নীতিমালা এই ঠিকানায় জানা যাবে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ভর্তির নীতিমালা